• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে দ্বিতীয় দফা শুনানি বিকালে

   ২০ মে ২০২৫, ০৩:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের ওপর একদফা শুনানি হয়েছে। এ বিষয়ে বিকেল ৪টার পর আবারও শুনানি হবে।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে প্রায় এক ঘণ্টা শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

ইশরাক হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

এর আগে লিগ্যাল নোটিশ দেওয়ার পর আমলে না নেওয়ায় মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিট করেন। রিটে ২৭ মার্চের নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট চ্যালেঞ্জ করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয় আবেদনে। আর এ বিষয়ে রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে গত কয়েক দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। আজও কর্মসূচি পালন করছেন তাঁরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ
গণভোটে ‘হ্যাঁ’ দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল