ইবিতে নজরুল জয়ন্তী উদযাপিত


ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নজরুল জয়ন্তী-২০২৫ উপলক্ষ্যে সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বাংলা বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত মেহমানদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদানসহ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার।
এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের মুখ্য আলোচক আবদুল হাই শিকদার বলেন, দেহের সাথে রুহের যেমন সম্পর্ক নজরুলের সাথে বাংলাদেশের তেমন সম্পর্ক। নজরুলকে বাদ দিলে আমাদের যুদ্ধ অর্থহীন হবে, অসাম্প্রদায়িক চেতনা অর্থহীন হবে, নারী অধিকার অর্থহীন হবে। জুলাই বিল্পবে রাস্তার গ্রাফিতিগুলো যারা একেছেন তারা একেকজন নজরুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জুলাই বিল্পবেও তার অবদান আছে বলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘মানুষ মানুষের জন্য, মানুষের মুক্তি, শৃঙ্খল থেকে বেরিয়ে আসার পথ, বিদ্রোহী গান ও কবিতার রস সবই তার লেখনীর মধ্যে ফুটিয়ে উঠেছে। নজরুলকে আমরা প্রাসঙ্গিক হিসেবে খুঁজে পেয়েছি। শোষিত সমাজের মুক্তির জন্যে নজরুলের লেখা পদধ্বনিত হয়েছে। সাম্যের কবিতার মাধ্যমে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতে বলেছেন। নজরুল সাম্যের সুর অনন্ত কালে চেতনায় উজ্জীবিত করে গেছেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, দরিদ্রের কথা ও চেতনার কথা বলেছেন। তিনি জাগিয়ে তুলেছেন আমাদেরকে। নজরুল আমাদের চেতনার ধ্বনি। আমার গানের সুরে বলি- আমার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমাদের চেতনা হলো মানবতা ও বিবেকের চেতনা। নজরুল আমাদের মাঝে বারবার ফিরে আসে জন্ম জয়ন্তীতে।’
ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর
পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ …

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের …

বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল
উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে নিহত …
