• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিট খারিজ, ইশরাকের শপথে বাধা নেই

   ২২ মে ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনা বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে, গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

গত ১৪ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।

অবশেষে সেই রিট খারিজ করে ইশরাকের মেয়র হিসেবে শপথে বাঁধা নেই বলে রায় দেন আদালত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ