• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমিরের

   ২২ মে ২০২৫, ০৭:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদবিরোধী সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।

জামায়াত আমির বলেন, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।

এর আগে, আরেক স্ট্যাটাসে ‘বিভাজনমূলক’ বক্তব্য ও শব্দচয়নের জন্য দুঃখপ্রকাশ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি
জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন
দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- সালাহউদ্দিন