চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত


চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের বিষয়টি ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে শিগগিরই সব কটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর হেলাল।
এর আগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে মো. ইদ্রিস মিয়া আহ্বায়ক ও হেলাল উদ্দীনকে সদস্যসচিব করা হয়। পরে ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ চেকপোস্টে ইয়াবসহ ৪ মাদক …

কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের …

ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ …
