• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত

   ২৩ মে ২০২৫, ১২:৫৮ পি.এম.
ছবি: বিএনপির দলীয় প্রতীক

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি প্রথম সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তের বিষয়টি ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে শিগগিরই সব কটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মীর হেলাল।

এর আগে গত ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে মো. ইদ্রিস মিয়া আহ্বায়ক হেলাল উদ্দীনকে সদস্যসচিব করা হয়। পরে মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের