অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে: সাইফুল হক


নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে সরকারের নিরপেক্ষ বৈশিষ্ট অক্ষুণ্ন রাখা দরকার বলেও মনে করেন তিনি।
শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার কার্যালয়ে দলের বৈঠক শেষে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে পারে। সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসব এজেন্ডা নির্বাচিত সরকারের কাজ উল্লেখ কের তা আলাপ-আলোচনার মাধ্যমে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।
ভিওডি বাংলা/ এমএইচ
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব …

ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …
