• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে: সাইফুল হক

   ২৩ মে ২০২৫, ০৬:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে সরকারের নিরপেক্ষ বৈশিষ্ট অক্ষুণ্ন রাখা দরকার বলেও মনে করেন তিনি।

শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার কার্যালয়ে দলের বৈঠক শেষে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে পারে। সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব এজেন্ডা নির্বাচিত সরকারের কাজ উল্লেখ কের তা আলাপ-আলোচনার মাধ্যমে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ