ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘Think Back To 36 July’ ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো- ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলিকে স্মরণ করে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। এ উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে জুলাইয়ের স্মৃতিচারণামূলক লেখনী, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ক্যাস্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।
ইতোমধ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নির্ধারণে আলোচনা চলমান রয়েছে।
ছাত্রশিবির মনে করে, জুলাইয়ের স্মৃতি রোমন্থন পুনরায় জাতিকে আসন্ন সংকট নিরসনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে অনুপ্রেরণা যোগাবে।
ভিওডি বাংলা/ এমএইচ






