• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণ সংস্কারের পাশাপাশি নির্বাচিত সরকার চায়-  ডা. জাহিদ

   ২৫ মে ২০২৫, ০৪:৩১ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

যত দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৫ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টাদের বিভিন্ন মন্তব্যের কারণে জনগণের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটছে বলে অভিযোগ করেন ডা. জাহিদ। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের জনগণ সংস্কারের পাশাপাশি একটি নির্বাচিত সরকার চায়। বিচার, সংস্কার ও নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন।

তিনি আরও বলেন, স্বৈরাচার এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান ডা. জাহিদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ