• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: নুর

   ২৫ মে ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন যত পেছাবে, তত ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলছেন, কোনো কোনো দল ও ব্যক্তি নির্বাচন দেরিতে চাচ্ছেন। তারা মনে করছেন, দেরিতে নির্বাচন হলে দল গোছাতে পারবেন।

রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে, কোনো দল তো বিরোধিতা করেনি। অযথা বিএনপির মতো বড় দলকে ভিলেন বানিয়ে লাভ নেই। বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কারও নেই। নির্বাচন হলে তো তারাই সরকার গঠন করবে। এজন্য সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. ইউনূসের পদত্যাগের বিষয়ে নুরুল হক বলেন, কোনো দল তো পদত্যাগের কথা বলেনি। বিএনপিসহ আমরা অনেক দল বলছি যে, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আর ডিসেম্বর থেকে জুন এটা নির্বাচনের জন্য অস্পষ্ট রোডম্যাপ। কোন মাসে নির্বাচন হবে, সেই বিষয়ে একটি স্পষ্ট ঘোষণা আসা উচিত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ