• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংশোধন করা হবে অধ্যাদেশ

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি স্থগিত

   ২৫ মে ২০২৫, ০৭:৫৫ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে। রোববার (২৫ মে) সন্ধ্যায় অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংশোধনের আগ পর্যন্ত জারি করা অধ্যাদেশটি কার্যকর করা হবে না। এদিকে সরকারের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এনবিআরের কর্মকর্তা- কর্মকর্মচারীরা। ফলে কর্মবিরতি স্থগিত করছে তারা।

এর আগে চারদফা দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি-রপ্তানি ছাড়া সোমবার (২৬ মে) থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (২৫ মে) রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ের নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন থেকে এমন কর্মসূচির ঘোষণা এসেছে।

যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম এবং উপ কর কমিশনার রইসুন নেসা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার দুদক কমিশনারের
দুর্নীতি দমনে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার দুদক কমিশনারের
জাহাজ নির্মাণ খাত এগিয়ে নিতে শিগগিরই আইন প্রণয়ন: আদিলুর রহমান
জাহাজ নির্মাণ খাত এগিয়ে নিতে শিগগিরই আইন প্রণয়ন: আদিলুর রহমান
সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ
সহিংসতা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ