সিরাজগঞ্জের ৬টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা


সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনেই জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা পূর্ণ করল।
সোমবার (২৬ মে) সকালে রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী হিসেবে ড. মাওলানা আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে জেলার সবকটি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলো।
গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় জেলার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। ঘোষিত প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান।
সোমবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মাওলানা শাহীনুর আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম।
এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি পূর্ণতা পেল। দলের নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জের ৬টি আসনেই কেন্দ্রীয় নির্দেশনায় প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রচার প্রচারণা শুরু করেছি।
ভিওডি বাংলা/এম
এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …

৫ সদস্যের সিলেকশন কমিটি গঠনে একমত বিএনপি : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের জন্য …

প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতির বড় উদহারণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, …
