• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

জামায়াত নেতা

এটিএম আজহার খালাস: বামপন্থী ছাত্রসংগঠনের বিক্ষোভ

   ২৭ মে ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিবেদক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে বেশ কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভটি কলা ভবন-কেন্দ্রীয় গ্রান্থগার-চারুকলা-শাহবাগ থানা হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এতে অংশ নিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি, কিন্তু এই সরকার ’৭১-এর যুদ্ধ অপরাধীদের খালাস দেওয়া হচ্ছে। একই প্রক্রিয়ায় শীর্ষ সন্ত্রাসীদের বেকসুর খালাশ দেওয়া হলো। এই রায়ের পর আইন উপদেষ্টা উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’ এই আদালতকে তল্পিবাহক বানাবেন না। এই দেশে মুক্তিযুদ্ধের যত সপক্ষের শক্তি রয়েছে, জানতে চান কোন প্রক্রিয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হলো।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী স্বাধীন বিচার ব্যবস্থার যে আকাঙ্ক্ষা, সেখানে ন্যাক্কারজনকভাবে অন্তর্বর্তী সরকার এই রায়ে মাধ্যমে শেষ পেরেকটুকু ঠুকে দিল। তিন-তিনটি অভিযোগ থাকার পর তাকে বেকুসুর খালাস দেওয়া হলো। কিন্তু এই আজাহার তৎকালীন রংপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক হয়েছেন শিমুল কুম্ভকার, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনাসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু