• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অস্ত্র দেখে ফেলায় সাম্যকে হত্যা করে মাদক কারবারিরা: পুলিশ

   ২৭ মে ২০২৫, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অস্ত্র দেখে ফেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে মাদক কারবারিরা হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাম্য হত্যার রহস্য উদঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার বক্তব্যে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই ছিল না। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

হত্যার মোটিভ সম্পর্কে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে সাম্য খুন হন। মাদকসেবিরা টেজার গান নিয়ে উদ্যানে ঘোরাঘুরি করছিলো। এ সময় সাম্য সেটি দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে হত্যা করে মাদক কারবারিরা।

এদিকে, সাম্য হত্যা মামলার আসামিদের জবানবন্দির সাথে পুলিশের বক্তব্যের মিল নেই বলে দাবি করেছেন সাম্যর বড় ভাই আমিরুল ইসলাম সাগর।

অন্যদিকে, গত সোমবার সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। তবে প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

সাম্য হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন, রাব্বি, মেহেদী, পাপেল, রিপন, সোহগাগ, রবিন, হৃদয়, সুজন সরকার। এর আগে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা