• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

অস্ত্র দেখে ফেলায় সাম্যকে হত্যা করে মাদক কারবারিরা: পুলিশ

   ২৭ মে ২০২৫, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অস্ত্র দেখে ফেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে মাদক কারবারিরা হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাম্য হত্যার রহস্য উদঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার বক্তব্যে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই ছিল না। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

হত্যার মোটিভ সম্পর্কে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে সাম্য খুন হন। মাদকসেবিরা টেজার গান নিয়ে উদ্যানে ঘোরাঘুরি করছিলো। এ সময় সাম্য সেটি দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে হত্যা করে মাদক কারবারিরা।

এদিকে, সাম্য হত্যা মামলার আসামিদের জবানবন্দির সাথে পুলিশের বক্তব্যের মিল নেই বলে দাবি করেছেন সাম্যর বড় ভাই আমিরুল ইসলাম সাগর।

অন্যদিকে, গত সোমবার সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। তবে প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

সাম্য হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন, রাব্বি, মেহেদী, পাপেল, রিপন, সোহগাগ, রবিন, হৃদয়, সুজন সরকার। এর আগে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক