• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

তারুণ্যের সমাবেশে বিপুল জনসমাগম

   ২৮ মে ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’—এই প্রতিপাদ্যে নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় যুব সমাবেশ। মূল কর্মসূচি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর নয়াপল্টন এলাকাজুড়ে জমে ওঠে দলীয় কর্মীদের ঢল। 

বুধবার (২৮ মে) সকাল থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।

ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন কর্মসূচিতে। হাতেগোনা নয়, শতশত মিছিল একত্রিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকালের পর থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

প্রতিটি মিছিলে ছিল ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা। কেউ কেউ টি-শার্ট ও মাথায় পতাকা পরে অংশ নেন সমাবেশে। স্লোগান আর গান-নাচে প্রাণচঞ্চল হয়ে উঠে নয়াপল্টনের পরিবেশ। এলাকায় মাইক স্থাপন করে বাজানো হচ্ছে দলীয় গান, যেখানে উঠে আসছে জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম।

এই যুব সমাবেশ আয়োজন করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নেতাদের ভাষ্য অনুযায়ী, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের দাবি তুলে ধরছেন।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা আজ রাজনীতি থেকে বঞ্চিত। তাদের ভোটাধিকার নেই, মতপ্রকাশেও বাধা। আজকের এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ।

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য যানজট এড়াতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিকেল ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মে মাসজুড়ে তরুণদের যুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিন অঙ্গসংগঠন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগেই সমাবেশ হয়েছে। এবার রাজধানীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হচ্ছে তরুণদের এই বড় সমাবেশ।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু