জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র্যলি ও আলোচনা সভা


কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: রোজিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম। এসময় উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান নয়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
ভিওডি বাংলা/ডিআর/এরশাদুল হক