হল খোলা রাখার দাবিতে ইবিতে মানববন্ধন


ইবি প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ব-ঘোষিত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৮ মে) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে 'ছুটির নামে হল বন্ধের প্রহসন মানি না মানবো না', 'শিক্ষার্থীদের বিড়ম্বনা আর না', 'ঢাবি, জাবি, রাবি, যবিপ্রবি পারলে ইবি কেন নয়’, ‘হল খোলা রাখো নয়তো ছাত্র উপদেষ্টা পদত্যাগ করো’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শহীদ আনাস হলের শিক্ষার্থী মিজানুর রহমান মিজান বলেন, ‘প্রতি ঈদে একমাস হল বন্ধ রাখা হয়। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হয়। বিশেষ করে যাদের ঈদের পরে পরীক্ষা তাদের ক্ষতি হয়।’
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দেখেছি যারা শিক্ষক হয় তাদের বেশির ভাগই ঢাবি, জাবি, জবি ও রাবি’র হয়। তারা আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ তারা বিশ্ববিদ্যালয় অকারণে বন্ধ রাখে না। আমাদের অনেকের পরিবার নাই তাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আবাসিক হলগুলো। প্রশাসন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হল খোলা রাখা দরকার। যাদেরকে প্রশাসনের দায়িত্ব দেয়া হয় তাদের অনীহা থাকে। তাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা দায়িত্ব নিয়ে নিরাপত্তা নিশ্চিতে অনীহা দেখায়। তারা কোনো ইস্যু হলেই হলগুলো বন্ধ রাখে। ঢাবিতে হল খোলা থাকলে আমাদের কেন বন্ধ? হল বন্ধ থাকলে আমাদের আশেপাশের মেসে উঠতে হয়। এটা কি ক্ষতি না আমাদের জন্য? জুলাই বিল্পবের পরেও যদি নৈতিক দাবির জন্য মানববন্ধন করতে হয় এটা আমাদের লজ্জার।’
পরে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিতে গেলে উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারারের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রভোস্ট কাউন্সিলকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হল খোলা রাখার বিষয়ে প্রশাসন পজিটিভ আছেন। ছুটিতে যারা হলে থাকতে চায়, তাদের লিখিতভাবে নিজ নিজ হল প্রভোস্টের কাছে আবেদন দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের পরিমান দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।’
ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর
পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ …

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের …

বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল
উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে নিহত …
