রাজনীতি ব্যবসায় পরিণত হলে দেশ এগোবে না- বদিউল আলম


জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে কাজ করতে হবে। স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করলে টাকার খেলায় দুরূহ সমস্যা তৈরি হয়। ব্যবসা রাজনীতিতে আর রাজনীতি ব্যবসায় পরিণত হলে দেশ-জাতি এগোবে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর পলিসি স্টাডিজ (সিপিএস) ও ইউনিভার্সিটি স্টাডি ফোরাম (ইউএসএফ) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
‘দুর্নীতিমুক্ত সমাজ ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে বিচার, সংস্কার ও নির্বাচনে জাতীয় ঐকমত্য’ শীর্ষক এই আলোচনায় দেশের রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে গভীর আলোচনা হয়। বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি যখন ব্যবসার মাধ্যমে প্রভাবিত হয় এবং ব্যবসা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন দেশ ও জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হয়। স্বাধীন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হওয়ায় টাকার দাপটে রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যা জাতীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক ফজলে ইলাহি, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সফি উল্লাহ, রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) আব্দুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক গবেষণা পরিচালক কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন, ন্যাশনাল সিটিজেন পার্টির যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া এবং সিটিজেন ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা মো. তালহা।
ভিওডি বাংলা/এমএইচ
পূর্ব চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু
পূর্ব চীনের শানডং প্রদেশে মঙ্গলবার আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে …

রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে …

৯ ঘণ্টা অবরুদ্ধ থেকে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব
পুলিশ ‘প্রহরায়’ টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন …
