• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের কাছে অভিযোগ

সাংবাদিককে বিএনপি নেতা রিয়াজুল হান্নানের হুমকি

   ২৯ মে ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিএনপি নেতার হুমকিতে আতঙ্কিত এক সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন। ভুক্তভোগী সাংবাদিকের নাম মাহমুদুল হাসান।তিনি কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের গাজীপুর প্রতিনিধি।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘সত্য সংবাদ প্রকাশ করায় কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ্ এর ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের চক্ষুশূলে পরিণত হয়েছি। ফোনসহ বিভিন্নভাবে তিনি আমাকে হুমকি-ধামকি দিচ্ছেন। তার হুমকিতে আমি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগে সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ‘সম্প্রতি রিয়াজুল হান্নানের নির্দেশে উপজেলা বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপরও হামলা করে রিয়াজের সন্ত্রাসী বাহিনী। এতে একজন চিত্র সাংবাদিক গুরুতর আহতসহ কমপক্ষে ১২ জন সাংবাদিক আহত হয়। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ এমন কোনো অপকর্ম নেই যা রিয়াজ ও তার লোকজন করেনি। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিএনপি নিয়ে খারাপ ধারণা তৈরি হয়েছে। সরেজমিনে তদন্ত করলে যার সত্যতা মিলবে। এসব নিয়ে নিউজ করার কারণে রিয়াজুল হান্নান হুমকি দিচ্ছেন।’

অভিযোগে তিনি বলেন, ‘আমি মনে করি বিএনপি সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং সাংবাদিক বান্ধব একটি দল। সেই দলের একজন নেতা সাংবাদিককে হুমকি দিয়ে পুরো দলের বদনাম করবে এটা কোনভাবেই কাম্য নয়। আর আমি বিশ্বাস করি কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি কখনো নিবে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আমাকে হুমকি প্রদানকারী রিয়াজের বিরুদ্ধে তদন্ত করে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয় এবং আমার জীবনের নিরাপত্তা দেয়া হয়।’

এদিকে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে শাহ রিয়াজুল হান্নানের ফোন রিসিভ হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়
২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়