• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

মগবাজারে ছিনতাই: গ্রেপ্তার সেই চারজন রিমান্ডে

   ৩০ মে ২০২৫, ০৬:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ধারালো অস্ত্র হাতে প্রকাশ্যে রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। এরমধ্যে মকবুল ছিনতাইয়ের মালামাল কিনতো। আর অপর তিনজন সরাসরি ছিনতাইকাজে অংশ নিতেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। একপর্যায়ে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সোহেলকে ঢাকার কেরানীগঞ্জ এবং অপর তিনজনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ছাড়াও নগদ ৯ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি চাপাতি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ধারালো অস্ত্র হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে তিন যুবক তার গতিরোধ করে। পরে বাইক থেকে দু’জন নেমে দু’টি চাপাতি হাতে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। ওই সময় চাপাতি দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায় ছিনতাইকারীদের।

একপর্যায়ে ওই তরুণের ব্যাগ কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে ওঠে। ওই সময় ভুক্তভোগী যুবক বাইকের সামনে এসে বারবার অনুরোধ করলে চাপাতি হাতে দু’জন আবারও বাইক থেকে নেমে আঘাত করে তাকে সরিয়ে দেন। এরমধ্যেই বাইকে করে ছিনতাইকারীরা চলে যেতে শুরু করলে হামলাকারীদের একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। এভাবে মাত্র এক মিনিটের ব্যবধানে ভুক্তভোগী ওই যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ বাদী হয়ে গত ২৬ মে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ