• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ করা হবে: আসিফ নজরুল

   ৩১ মে ২০২৫, ০৮:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসাসেবা পান না। তাই তাদের টাকায় তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে- এমনটিই বলেছেন আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নেয়া হবে।

উপদেষ্টা বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এ স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারেন তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান ও টাঙ্গাইল টিটিসির অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়