• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিজেল, অকটেন, পেট্রোলের দাম কমলেও বাড়লো কেরোসিনের

   ৩১ মে ২০২৫, ০৯:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের দাম মে মাসে কমানোর পর জুন মাসের জন্য ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমিয়েছে সরকার। তবে বেড়েছে কেরোসিনের দাম। শনিবার (৩১ মে) সন্ধ্যায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। যা ১ জুন থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ। 

এর আগে, মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এপ্রিল ও মার্চ মাসে দাম অপরিবর্তিত রেখেছিল সরকার। তবে ফেব্রুয়ারিতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব
রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারী বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারী বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্তোষজনক অবস্থানে আসেনি বাংলাদেশ