সিলেটে টিলাধসে একই পরিবারের চারজনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টির ফলে টিলাধসে চাপা পড়ে এক পরিবারের চার সদস্যের করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা এবং তাঁদের দুই সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।
চেয়ারম্যান বলেন, ‘রাতের গভীরে হঠাৎ খবর পাই—একটি পরিবার টিলাধসে চাপা পড়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, সে আশঙ্কা রয়ে গেছে।’
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
অতিবৃষ্টির কারণে সিলেট অঞ্চলে পাহাড় ও টিলাধসের ঝুঁকি বেড়েই চলেছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে এমন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস যে কতটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই ভয়াবহ প্রমাণ।
ভিওডি বাংলা/ডিআর
লামায় রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় ডেঞ্জার হিল নামক একটি রিসোর্ট থেকে …

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭
কুষ্টিয়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত …

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করেছেন, স্বপ্নের ঠিকানা প্রকল্প
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) স্বপ্নের ঠিকানা ব্রিজ প্রকল্প …
