মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির বড় জয়


ক্রীড়া প্রতিবেদক
মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি লিওনেল মেসির জোড়া গোল ও দুই অ্যাসিস্টের দিনে কলাম্বাসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে। দলের অন্য গোল দুটি এসেছে লুইস সুয়ারেজ এবং তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্টের কাছ থেকে।
মায়ামি ম্যাচে আধিপত্য বিস্তার করে ৫১ শতাংশ সময় বল দখলে রেখেছিল এবং গোলমুখে ৭টি শট নিয়েছিল। মাত্র ১৩ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে আয়েন্দে প্রথম গোল করেন। এরপর ১৫ ও ২৩ মিনিটে মেসি নিজের দুই গোলের সাহায্যে দলকে ৩-০ এ এগিয়ে নিয়ে যান। বিরতির পর ৫৮ মিনিটে কলাম্বাস গোল শোধ করলেও পাঁচ মিনিট পর সুয়ারেজ ব্যবধান বাড়ান। শেষ সময়ে মেসির জাদুয়ী পাস থেকে পিকল্ট গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে উঠে এসেছে তৃতীয় স্থানে।
ভিওডি বাংলা/ এমএইচ
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার …

ফিনালিসিমার সম্ভাব্য ভেন্যু এবার উরুগুয়ে
কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ‘ফিনালিসিমা …
