• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড. ইউনূসের ইচ্ছা ৫ বছর ক্ষমতায় থাকা : খালেদ মুহিউদ্দীন

   ১ জুন ২০২৫, ১১:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, ড. ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এইটা আমি বিভিন্ন প্রচার-প্রচারণা থেকে দেখাতে পারি, এইটা তার ইচ্ছা। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদ মুহিউদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে; এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন; এগুলোর কোনটা মিথ্যা?

তিনি আরো বলেন, ড. মুহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলে।

একটা চুক্তি আপনি আমাকে দেখানতো যেটা ড. ইউনূস ভারতের সঙ্গে বাতিল করছে এই নয় মাসে। ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম এসে তিনি প্রথম টাকা দিয়েছেন আদানিকে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ
টিআইবি আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ
বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা
বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা
শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে