মালয়েশিয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে মালেশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। মালেশিয়া শাখা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মো. মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দাতো আরিফ বিলাত, কুয়ালালামপুর মহানগর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও চৌকিট শাখা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম জহির।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চৌকিট শাখা বিএনপি সাধারণ সম্পাদক সুমন হোসেন, মসজিদ ইন্ডিয়া শাখা সভাপতি উজ্জ্বল, পুডু শাখা সভাপতি ইলিয়াস প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল মিয়া, শওকত ভুঁইয়া, মিজান, মঞ্জু, মোস্তফা মিয়া, শ্রমিক দল সহ- সভাপতি কামাল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।
অনুষ্ঠানে স্থানীয় মালয়েশিয়ান প্রায় শতাধিক এতিম ছাত্রদের উপস্থিতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ ইশফাক হোসেন।
ভিওডি বাংলা/ডিআর
প্রবাসীদের নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে : এমরান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা …

সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে …

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়া প্রতিনিধি
জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা …
