ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের উত্তর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা সদর উপজেলা মারিয়া ইউনিয়নের উত্তর মোল্লাপাড়া গ্রামের মো: মমিন মিয়ার ছেলে উবাইদুল রহমান (০৫) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বেপারী বাড়ী এলাকার মকবুল হোসেনের ছেলে মাহাদ হোসেন(০৬)।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায় যে, নিহত ওবায়দুর রহমান ও মাহাদ হোসেন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। বিকেলে বাড়ির পাশে খেলার সময় পাশে থাকা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. টুটুল মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।
ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর
বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানায় বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাবিল আকন খাল …

মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৫
মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শরীফ …

কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা …
