• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহজাহানপুরে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

   ৩ জুন ২০২৫, ০৯:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

 
নিজস্ব প্রতিবেদক
 
রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসের ধাক্কায় কামরুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
 
সোমবার (২ জুন) রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি ডিএমপির মতিঝিল থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এসআই কামরুল। পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে রাত সোয়া ৮টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। পথে উড়ালসড়কের শাহজাহানপুর প্রান্তে নেমে সামান্য এগোতেই বলাকা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ডিআর
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্টনে ককটেল বিস্ফোরণ
পল্টনে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’