সংবাদ সম্মেলনে জামায়াত আমির
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন চায় জামায়াত


নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। তবে এপ্রিলের পরে গেলে সেটা ঠিক হবে না। কিন্তু ভোটের জন্য সরকারকে সময় বেধে দেয়ার পক্ষে নয় দলটি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন চান তারা বলে জানান তিনি।
মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম বিদায় নেইনি। ফ্যাসিবাদের বিদায়ে দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রতীক ফিরিয়ে দেবেন। তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন, তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।
দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির বলেন, সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই। প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে গেলেও ওপার থেকে উঁকিঝুঁকি ও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ জানান।
ভিওডি বাংলা/ডিআর
ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াতে আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী …

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব …

ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …
