• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

   ৩ জুন ২০২৫, ০৫:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম  প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী কুড়িগ্রামের আয়োজনে কর্মশালায় স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য- উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোছা: নিলুফা ইয়াসমিন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন  কৃষক সুজন রায়, সোহরাব আলী, কৃষানী আল্পনা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম, খামারবাড়ি কুড়িগ্রাম এর অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান প্রমূখ। 

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষাণীগণ, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
মূল আসামি গ্রেফতার
মূল আসামি গ্রেফতার