• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্যালিকার কাঁচির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

   ৫ জুন ২০২৫, ০৭:২২ পি.এম.
প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীকে সন্দেহের জেরে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে শ্যালিকার কাঁচির আঘাতে গুরুতর আহত হয়েছেন দুলু মিয়া নামে এক ব্যক্তি। একদিন পর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে দুলুর। এ ঘটনায় দুলুর স্ত্রী ও শ্যালিকা পালাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) রংপুর থেকে ঢাকা নেওয়ার পর মৃত্যু হয় তার। বুধবার সন্ধ্যায় উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানীয়া (সদরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চাঁদনী বেগম ও স্ত্রী মনি বেগম একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে এবং নিহত দুলু ওই গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরেন দুলু মিয়া। এ সময় তিনি দেখতে পান তার স্ত্রী মনি মোবাইলে কথা বলছেন। কার সাথে কথা বলছে জানতে চাইলে উত্তর না দিয়ে তিনি (মনি) মোবাইল থেকে নাম্বার ডিলেট করে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পাশে থাকা চাঁদনী কাপড় কাটার কাঁচি এনে তার দুলাভাইয়ের গলা ও ঘাড়ে আঘাত করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুলুকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় দুলুর।

 কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ অপরাধীকে ধরতে অভিযান চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু সাবেক বিএনপি নেতার
শেখ মুজিবের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু সাবেক বিএনপি নেতার
‘হ্যাঁ’ ভোটে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান আলী রীয়াজের
‘হ্যাঁ’ ভোটে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান আলী রীয়াজের
ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান