• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোগান্তি ছাড়াই ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ

   ৬ জুন ২০২৫, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বেশ আরামদায়ক ও ভোগান্তি ছাড়াই নাড়ির টানে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

শুক্রবার (৬ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বেশ চাপ থাকলেও সময় যাওয়ার সাথে সাথে যানবাহনের চাপ কমতে থাকে। এদিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও তেমন চাপ লক্ষ্য করা যায়নি। অনায়াসেই যানবাহনগুলো পদ্মাসেতু পার হয়েছে। এতে স্বস্তির কথা জানিয়েছেন ঘরমুখো যাত্রীরা।

পদ্মাসেতুর অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, গত ৮ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার যান। এতে কোটি টাকার উপর টোল আদায় হয়েছে।

অন্যদিকে ঈদযাত্রাকে নিঘ্নিত রাখতে কাজ করছে ফায়ার সার্ভিস।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় এবার কোনো যানজটের তৈরি হয়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ : রিজওয়ানা
নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ : রিজওয়ানা