গরু নিয়ে এসে দুর্ঘটনায় বাবা হারানো আশরাফুলের পাশে তারেক রহমান


ঈদুল আজহায় পশু বিক্রি করতে রাজশাহী থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কোহিনুর শেখের ছেলে আরিফুলকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে রাজধানীর বছিলা গার্ডেন সিটি হাটে কিশোর আরিফুলের হাতে তারেক রহমানের অনুদানের টাকা তুলে দেয় হাট কমিটি। এ সময় উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি, ইজারাদার, বিএনপির স্থানীয় নেতাসহ পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জোবায়ের জুয়েল রানা।
রাজশাহীর বাঘা উপজেলা থেকে ঢাকায় গরু বিক্রি করতে আসার পথে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় মারা যান আরিফুলের বাবা।
বাবার দাফন শেষ করে আরিফুল ফের ঢাকার হাটে আসেন গরু বিক্রি করতে। আরিফুলের সেই তিনিটি গরুই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ।
তিনি বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে গরু বিক্রির বিষয়টি জানিয়ে বলেন, ‘একটা ভালো খবর দিই। সকালে আরিফুলের অবিক্রীত তিনটা গরু নিয়ে রাজধানীর বসিলা হাটে হতাশ হয়ে বসে থাকার খবরটা নিশ্চয়ই দেখেছিলেন আপনারা সাংবাদিক আবুল কালাম আজাদ ভাইয়ের পত্রিকার রিপোর্ট এবং তারপর ওই নিউজের বরাতে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেশনের কল্যাণে।
আরিফুলের কাছ থেকে খবর পেলাম মাত্র। তিনটি গরুই বিক্রি হয়ে গিয়েছে। ২টা গরু দুপুরে বিক্রি হওয়ার পর বাকি একটা আটকে ছিল। একটু আগে সেটাও বিক্রি হয়ে গেল।
সাইয়েদ আব্দুল্লাহ বলেন, ‘ফেসবুক পোস্ট দেখে কয়েকজন ক্রেতা যোগাযোগ করেছিলেন আরিফের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ করিয়ে দিয়েছিলাম তাদের। এ রকম একজন ভদ্রলোক গিয়ে শেষ গরুটা কিনে নিয়েছেন বলে ফোনে জানাল আমাকে। অন্য আরো কয়েকজন যারা আগ্রহী ছিলেন, তারা আপাতত আর যোগাযোগ করবেন না অনুগ্রহপূর্বক। আপনাদের এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা। বিশাল বড় ধন্যবাদ আপনাদের এই উদারতার জন্য।’
ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় …
