• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

   ৬ জুন ২০২৫, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভয়েস অব ডেমোক্রেসি-ভিওডি বাংলা’র সম্পাদক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (৬ জুন) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক রাজনৈতিক সন্ধিক্ষণের মাঝে আমরা ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। জাতীয়-আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও ঈদ আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে এসেছে। ঈদুল আজহার মৌলিক শিক্ষা আমাদের জাতীয় ও ব্যক্তি জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক।

তিনি বলেন, মহান স্রষ্টার প্রতি সঠিক আনুগত্য, তার সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ করাই মূলত ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ ঈদের আনন্দ হলো ত্যাগের আনন্দ ও উৎসর্গের আনন্দ। শুধু ভোগে নয়, ত্যাগের মধ্যেও আনন্দ ও সুখ আছে। দিনটি এই শিক্ষা দেয় যে, প্রকৃত সুখ আর আনন্দের ঠিকানা সম্পদে নয়, ভোগে নয় বরং ত্যাগে। মানুষের যা কিছু আছে তা অন্যের জন্য, ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ। এই শিক্ষা আমাদের জীবনকে মহিমান্বিত করবে।

বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে আনন্দ ভাগাভাগির মধ্যদিয়েই আমরা এই ঈদকে উদযাপন করতে চাই। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আনন্দঘণ মুহূর্তে পাশের কেউ যেন নিরানন্দে না থাকেন। 

তিনি ভিওডি বাংলার পাঠক, লেখক, সাংবাদিক, কর্মচারী-কর্মকর্তা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদেরও ঈদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু