• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : আসিফ মাহমুদ

   ৭ জুন ২০২৫, ০৬:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ জুন) রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, কোরবানির পরে বর্জ্য অপসারণ করাটা একটা চ্যালেঞ্জ। ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে। বর্জ্যের কারণে ঈদ আনন্দ ব্যাহত হবে না। রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম দেখতে কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।

কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ হাজারের অধিক জনবল মাঠ পর্যায়ে কাজ করছে। ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ৭৫টি ওয়ার্ডে মোট ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।

বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সরেজমিনে অংশ নিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ মাহমুদ।

সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও বলেন আসিফ মাহমুদ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ডিএমটিসিএলের
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ডিএমটিসিএলের
নৌ ও মৎস্য সুরক্ষায় একসাথে ৩ মন্ত্রণালয়: নৌপরিবহন উপদেষ্টা
নৌ ও মৎস্য সুরক্ষায় একসাথে ৩ মন্ত্রণালয়: নৌপরিবহন উপদেষ্টা
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ