• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়ায় ঈদের দিনে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

   ৭ জুন ২০২৫, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে গোসল করতে নেমে আদুরী আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আদুরী উপজেলার প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। বর্তমানে পরিবারটি সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি গ্রামে বসবাস করলেও ঈদ উদযাপন উপলক্ষে আদুরী তার দাদা আবদুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে বেড়াতে গিয়েছিল।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঈদের দিন সকালে আদুরী কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে তখন পর্যন্ত আদুরী মারা যায়।

তিনি আরও জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল