নোয়াখালী-৪ আসনে জনগণের সেবা করতে চান ছাত্রদল নেতা নাছির


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের জনগণের সেবা করতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) নোয়াখালীর সুবর্ণচরে নিজ গ্রামে ঈদের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে তিনি এ আগ্ৰহের কথা জানান তিনি।
নাছির ছাত্রদলের দায়িত্ব সফলভাবেই পালন করছেন দাবি করে বলেন, সময়টা খুবই চ্যালেঞ্জিং। দায়িত্ব পালনে বিভিন্ন ষড়যন্ত্র ও সংকট মোকাবেলা করে যেন সঠিক এবং সফলভাবে পূর্ণ মেয়াদে ছাত্রদলের দায়িত্ব পালন করতে পারি।
তিনি বলেন, আপনাদের দোয়ায় আমি দল এবং দেশের সেবায় নিয়োজিত রয়েছি। আগামীতে সদর-সুবর্ণচর (৪) আসনের জনগণের খেদমত যেন করতে পারি, সেই জন্য সকলের দোয়া চাই। নোয়াখালীর উন্নয়নে, তথা সুবর্ণচর-সদরের উন্নয়নে আমি কাজ করতে চাই। এই অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
ছাত্রদল সেক্রেটারি নাসির আরও বলেন, আমাদের সদর-সুবর্ণচরের অনেকেই অসহায়, অনেকেই অসুস্থ। আমি সবার জন্য যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করি। এ ছাড়া কারো যদি কোনো সমস্যা থাকে, আমাকে স্মরণ করলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
ভিওডি বাংলা/ডিআর
এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …

৫ সদস্যের সিলেকশন কমিটি গঠনে একমত বিএনপি : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের জন্য …

প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতির বড় উদহারণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, …
