জিয়াউর রহমানের সমাধীতে জেডআরএফের ফাতিহা পাঠ


নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধী জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তারা।
রোববার (৮ জুন) সকালে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সংগঠনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। পরে সেখানে জিয়াউর রহমানের সমাধী জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাতে অংশ নেন।
এসময় জেডআরএফের পরিচালক ডা. এএস হায়দার পারভেজ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. আবদুল করিম, ব্যারিস্টার ইজাজ কবির, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা. একেএম মাসুদ আখতার জীতু, অধ্যাপক আবু জাফর, ডা. সাজিদ ইমতিয়াজ, অধ্যাপক ফারুক, ড. নূরী, প্রকৌশলী আবু সায়েম, প্রকৌশলী এনামুল হকসহ শতাধিক ব্যক্তি।
সমাধী জিয়ারত শেষে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আমার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
তিনি বলেন, জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে দল মত নির্বিশেষে মানবসেবাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। আগামীতেও জেডআরএফের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ভিওডি বাংলা/ডিআর
শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা …

মাইলস্টোন ট্র্র্যাজেডিতে শহীদ পরিবারের পাশে রিজভী
বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী একই …

মেহেরীন চৌধুরী নারী সমাজের গর্ব: আফরোজা আব্বাস
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে ‘জাতীয় বীর’ আখ্যা …
