• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস আলম

   ৯ জুন ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম দেখা যায়, মৌলিক কার্যক্রম স্পষ্ট হয় এবং বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত করা হয় তাহলে এপ্রিল মাসে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তবে তার আগে এসব সংস্কার নিশ্চিত করতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। 

সারজিস বলেন, ‘বিগত দিনে দেখা গেছে, নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার, কালোটাকার প্রভাব, পেশিশক্তির অপপ্রয়োগসহ নানা অনিয়ম ঘটে। ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার চুরির মতো ঘটনা যেন আর না ঘটে। এবারের নির্বাচনে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে বড় বা ছোট সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে।’

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সার্জিস আলম বলেন, কেউ যেন কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। এমনকি অপ্রীতিকর ঘটনগুলো আমরা বিগত নির্বাচন গুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি। বিশেষকরে, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই ধরনের ঘটনাগুলো যেন আর আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে তার নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সার্জিস আলম।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ
৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ
আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে আশাবাদী জামায়াত আমির
আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে আশাবাদী জামায়াত আমির
গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণায় হট্টগোল
গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণায় হট্টগোল