• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

১৫ জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে চায় এনসিপি

   ৯ জুন ২০২৫, ০৮:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।

আগামী বছরের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে তৃণমূলে দল গোছানোর কাজে নেমেছে দলটি। তবে নির্বাচনের আগেই বিচার এবং সংস্কারের দৃশ্যমান আগ্রগতি চায় তারা। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের কথা বলছেন দলের শীর্ষ নেতারা। এমনকি দ্রুতই শেষ করতে চান দলের নিবন্ধন এবং চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ।

শুরু থেকেই জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার ইস্যুতে সরব এনসিপি। দাবি জানিয়ে আসছিল স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের। এর মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেটিকে শর্তসাপেক্ষে স্বাগত জানিয়েছে দলটি। নেতারা বলছেন, এপ্রিলে ভোট হবে— এমনটি বিবেচনায় নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা।

এরমধ্যেই তৈরি হয়েছে গঠনতন্ত্রের খসড়া। যা চূড়ান্ত হবে অল্প কিছুদিনের মধ্যে। ১৫ জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়াও শেষ করতে চায় দলটি।

দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সাংগঠনিক যে কার্যক্রম, সেখানে আমরা স্ব স্ব জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। আমাদের সাংগঠনিক যে ভিত্তি, তা যদি রাজধানী থেকে গ্রাম পর্যন্ত পৌঁছায়, তাহলে এটি নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি সম্পন্নেরও একটা ধাপ হিসেবে বিবেচিত হবে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই আমরা নিবন্ধন প্রক্রিয়ার কাজগুলো শেষ করার চেষ্টা করবো।

এদিকে, দেশ-জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, নির্বাচনের আগেই জুলাই সনদ-বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান চায় এনসিপি।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা দলের এক সাধারণ সভায় গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেছি। অল্প সময়ের মধ্যেই আমরা এটি চূড়ান্ত করতে পারবো। নির্বাচন আয়োজনের পূর্বেই সরকার যেনো তাদের ওপর অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারে সেদিকেও দৃষ্টি থাকবে আমাদের।

উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর, ২২টিরও বেশি জেলায় কমিটি গঠন করেছে এনসিপি। শতাধিক উপজেলা কমিটি-ও ঘোষণা করেছে তারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা
মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা
অন্তর্বর্তী সরকারের সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না:   আব্দুস সালাম
অন্তর্বর্তী সরকারের সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না: আব্দুস সালাম
৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ : নাহিদ ইসলাম
৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ : নাহিদ ইসলাম