• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে পেটাল দুর্বৃত্তরা

   ১০ জুন ২০২৫, ১২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পথরোধ করে দেশীয় অস্ত্রদিয়ে জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে তাকে মাটিতে ফেলে রাখা হয়। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে এ ঘটনায় হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় তীব্র প্রতিবাদসহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, জালাল উদ্দিনকে পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে ইচ্ছেমত পেটানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
রাজশাহী পুঠিয়ায় এক পায়ে স্বপ্নের পথে হাঁটছেন সোনিয়া
রাজশাহী পুঠিয়ায় এক পায়ে স্বপ্নের পথে হাঁটছেন সোনিয়া