• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কৃষক সেজে ধানখেত থেকে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

   ১০ জুন ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষক সেজে ধানখেত থেকে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতোর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই শাহিনুর আলম। তিনি ধানখেতে কৃষকের বেশে অপেক্ষা করছিলেন, তারপর আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলু মিয়া। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পূর্বে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল