প্রেমিকার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে গ্রেপ্তার হলেন যুবক

 
                                            
                                    
আন্তর্জাতিক ডেস্ক
শ্মশানে প্রেমিকার জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন এক প্রেমিক। অবশ্য আশপাশের মানুষের কারণে তিনি ব্যর্থ হয়েছেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সোমবার এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক তরুণীর আত্মহননের পর প্রতিবেশী ও বাড়ির লোকেরা তার দেহ নিয়ে শ্মশানে যান। চিতা সাজানোর পর শেষকৃত্য শুরু হতেই সেখানে হাজির হন তরুণীর প্রেমিক। শোকস্তব্ধ আবহে কেউই তাকে অবশ্য খেয়াল করেনি। আচমকাই তিনি টলতে টলতে প্রেমিকার চিতার সামনে হাজির হন।কেউ কিছু বুঝে ওঠার আগেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাকে ধরে ফেলে শবযাত্রীরা। এরপর তারা ওই যুবককে মারধর করে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে।
এ ছাড়া স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, যে তরুণীর মৃত্যু হয়েছে, সেই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ২৭ বছর বয়সী অনুরাগ রাজেন্দ্র মেশ্রামের।
প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বিকেল ৪টার সময় শ্মশানে হাজির হন তিনি। তারপর নিজেও আত্মহননের চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত লোকজনের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, তরুণীর আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়।
প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অনুরাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও জেরা করা হচ্ছে। তরুণীর মৃত্যুর নেপথ্যে অনুরাগ কিনা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ভিওডি বাংলা/ডিআর
 
                             
                         
                 
                






