• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

   ১০ জুন ২০২৫, ০৭:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি ফ্ল্যাট থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।

মঙ্গলবার (১০ জুন) ভোররাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনির বাসা থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত খলিলুর রহমান রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান সোমবার বাবার বাড়ি চলে যান। রাতের গভীরে খলিলুর স্ত্রীকে ভিডিও কল করেন। সেই ভিডিও কলে থাকা অবস্থাতেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খুশবু রহমান বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়