• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যা

   ১০ জুন ২০২৫, ০৭:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গনি মোল্লা নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার (৯ জুন) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার একটি কক্ষে কুপিয়ে আহত করা হয়।

নিহত গনি মোল্লা সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মরিচ কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার রাতে চন্ডিপুর এলাকায় ওই মেয়েকে নিয়ে আসেন শাহাদাত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী। পরে তারা সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার কাছে যান। এ সময় গনি মোল্লাকে ওই মেয়েকে শাহাদাতের সঙ্গে বিয়ে পড়াতে বলেন। কিন্তু শাহাদাতের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি মোল্লা বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান।

তারা আরও জানান, ক্ষুব্ধ হয়ে শাহাদত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী মিলে ইমাম গনি মোল্লাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে থাকা এক কিশোর চন্ডিপুর বাজারে গিয়ে স্থানীয়দের জানালে তারা ইমামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আহত গনি মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। গনি মোল্লার মৃত্যুর খবর চন্ডিপুর এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধ জনতা বৃদ্ধ মরিচ কাজীপাড়ায় শাহাদত হোসেন ও তার আত্মীয়-স্বজনের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়