• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ

বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দিলেন বিএনপি নেতা আমিনুল হক

   ১০ জুন ২০২৫, ০৮:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যখন ক্রীড়ামোদী মানুষের মধ্যে উত্তেজনা চরমে, ঠিক তখনই ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) জনগণের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাবেক সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক ও তরুণদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানিয়েছেন, ১০ জুন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সাধারণ মানুষ যেন একত্রে উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে রূপনগর ও পল্লবীর ১২টি স্থানের বড় পর্দায় সরাসরি খেলা সম্প্রচারের আয়োজন করা হয়েছে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।

খেলা দেখার স্থানসমূহ
রূপনগরের ঘরোয়া মোড়, দুয়ারীপাড়া মোড়,  দোরেন মোড়,  ট-ব্লক মোড়, পার্ক কলোনী মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড),  শহীদ আসিফ চত্তর (ধানসিড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ,  শহীদ জিয়া মহিলা কলেজ – ই ব্লক মোড়, লালমাটিয়া স্ট্যান্ড (বাওনিয়াবাদ, মিরপুর-১১ মোড়),  আলুবদি পুরাতন স্ট্যান্ড, আমতলা,  বায়তুল আমান জামে মসজিদ (১১/সি, পল্লবী)।

দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন একটু একটু করে বাস্তবায়নের পথে এবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে হামজা, শোমিত সোমদের পেয়ে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন সমর্থকরা। দলের লক্ষ্য, হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এশিয়ান কাপের মূল পর্বের দিকে আরেকটু এগিয়ে যাওয়া।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান