• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

   ১০ জুন ২০২৫, ০৯:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়ার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ জুন ) এক আনন্দঘন পরিবেশে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব মো. রেজাউল হক মিলন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এসএসসি ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব এ. এম আনোয়ার হোসেন বিমান। অর্থ সম্পাদক পদে জনাব মোঃ আবু হেনা মোস্তফা কামাল খোকন (এসএসসি ১৯৯২) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ মুনজুর মোর্শেদ (এসএসসি ২০০৩)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি মো. হাতেম আলী, কাস্টমস কমিশনার কামরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর (এডমিন)  রবিউল করিম জালাল,  ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

এ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সৌহার্দ্য গড়ে তোলা এবং প্রয়োজনে পরস্পরের পাশে দাঁড়ানোসহ প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার লক্ষ্যে অ্যাসোসিয়েশনটি আন্তরিকতার সাথে কাজ করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়