• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চায়ের দোকানে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

   ১১ জুন ২০২৫, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

যশেরি প্রতিনিধি

যশোরের শার্শায় চায়ের দোকানে প্রকাশ্যে লিটন নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় ওই এলাকার মমিনুর ও তার ছেলে সেলিম তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন