• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: নুর

   ১১ জুন ২০২৫, ০৭:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

বুধবার (১১ জুন) দুপুরে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আমরাও চাই অন্য শীর্ষ রাজনৈতিক দলগুলোর মতো, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হোক। কারণ এই সময়টাই নির্বাচন আয়োজনের উপযুক্ত সময়। তবে শুধু একটি মৌলিক সংস্কার নয়, নির্বাচন হতে হবে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐকমত্যের আলোচনায় আমরা বলেছিলাম, জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

নুর বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনে ছাত্র ও তরুণদের আত্মত্যাগ না হলে, ২৪ জুলাই-এর মতো একটি গণ-আন্দোলনের দিন সৃষ্টি হতো না। ভবিষ্যতের রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে হারাতে চাই না।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দলীয় লেজুড়বৃত্তি না করে জনগণের সেবায় নিয়োজিত হোন। তা না হলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হবে—জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার জন্য।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু