রাতে ৭০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ


সিলেট প্রতিনিধি
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একযোগে ৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন সীমান্তপথে এই পুশইনের ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ।
জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের ১৭ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। এই পরিবারগুলোর সদস্যদের মধ্যে ৭ জনের বাড়ি কুড়িগ্রামে এবং ১০ জনের বাড়ি লালমনিরহাটে।
মিনাটিলা বিওপির সদস্যরা আটক করেছেন আরও ৪টি পরিবারের ২৩ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু। তাঁরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।
এ ছাড়া কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপির দায়িত্বাধীন সীমান্ত দিয়ে দেশে ফেরা দুই পরিবারের ১৩ সদস্যকে আটক করেছে বিজিবি। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এঁরাও সবাই কুড়িগ্রামের বাসিন্দা।
অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির অধীনে ছনবাড়ি সীমান্ত দিয়ে চারটি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। প্রত্যেকের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবির একজন কর্মকর্তা জানান, ফেরত আসা এসব মানুষ ভারতের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘদিন সেখানেই বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভিওডি বাংলা/ডিআর
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদী-নদীর পানি বিপৎসীমার ওপর …

কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা নিয়ে যা জানালেন এনসিপি নেতারা
জুলাই গণঅভ্যুত্থানের পর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী জুলাই পদযাত্রায় …
