• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাজ্যে বসে মিথ্যাচার করছেন প্রেসসচিব: মঞ্জুরুল

   ১২ জুন ২০২৫, ১২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সম্পর্কে আমরা কী মন্তব্য করতে পারি। তিনি মনগড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিদের।

তিনি সত্য লুকিয়েছেন, তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন। বিষয়টা আসলে কী। মঙ্গলবার সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছে কি না, জবাবে প্রেসসচিব শফিকুল আলম বললেন, ‘কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি। তিনি কানাডাতে অবস্থান করছেন। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত যুক্তরাজ্যেই অবস্থান করছেন।’

প্রমাণ হিসেবে তিনি বলেন, ‘কিয়ার স্টারমারের তার কার্যালয়ে বসে ওই দিনই সাক্ষাৎ করেছেন গত আগস্ট মাসে সাউথপোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল, সেই শিশুদের পরিবারের সঙ্গে এবং একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা গেছে। এবং ১১ জুন আজ বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সে বাজেট নিয়ে হাউস অব কমন্সে পর্যালোচনা করেন দেশটির অর্থমন্ত্রী। তার ঠিক ডান পাশেই বসে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাহলে প্রমাণ তো হলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দেশেই আছেন। তাহলে কেনো শফিকুল আলম এই ধরনের একটি চরম সত্য গোপন করলেন।’ 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সময় : রিজওয়ানা হাসান
বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সময় : রিজওয়ানা হাসান
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি
ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি: প্রধান উপদেষ্টা
ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি: প্রধান উপদেষ্টা